ইউক্রেনে রাশিয়ার অব্যাহত হামলার মধ্যে রাশিয়া থেকে জ্বালানি আমদানি কমিয়েছে জার্মানি। রাশিয়ার জ্বালানির ওপর থেকে নির্ভরতা কমানোর প্রচেষ্টায় বেশ দ্রুত অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে দেশটি।
ফ্রান্স টোয়েন্টিফোরের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের পর জার্মানি তাদের নীতিতে কৌশলগত পরিবর্তন নিয়ে এসেছে।
জার্মানির অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগে জার্মানির আমদানিকৃত তেলের ৩৫ শতাংশ আসতো রাশিয়া থেকে। এখন এই হার ১২ শতাংশে নামিয়ে নিয়ে আসা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়া থেকে কয়লা আমদানির পরিমাণও উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা হয়েছে। ২০২৪ সালের মাঝামাঝিতে রুশ গ্যাসের ওপর নির্ভরতা থেকে জার্মানি বেরিয়ে আসতে পারবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মে ০২, ২০২২
এমজেএফ