ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৫ লাখের বেশি নাগরিক ইউক্রেন থেকে পালিয়ে গেছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে।
ইউএনএইচসিআর জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৫ লাখের বেশি মানুষ ইউক্রেন থেকে পালিয়ে গেছে। খবর আল জাজিরা।
ইউক্রেনের পালিয়ে যাওয়া নাগরিকদের বেশির ভাগ প্রতিবেশী দেশ পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। দেশটি ৩০ লাখেরও বেশি নাগরিককে স্বাগত জানিয়েছে।
সূত্র: আল-জাজিরা
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মে ০২, ২০২২
এমজেএফ