ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চাংশায় ভবন ধসে নিহত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মে ৬, ২০২২
চাংশায় ভবন ধসে নিহত ৫৩

চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হুনানের রাজধানী চাংশায় একটি ভবন ধসে মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ মে) চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসি টিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট ও বার্তাসংস্থা রয়টার্স।

চীনের চাংশায় গত ২৯ এপ্রিল ধসে পড়েছিল আট তলার একটি ভবন। সেখানে এক সপ্তাহের উদ্ধার তৎপরতা শেষে ৫৩ জনের মরদেহের পাশাপাশি ১০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।  ভবনটি ধসের পরপরই উদ্ধার কাজ শুরু করে হুনানের প্রাদেশিক ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী বাহিনী।

তবে ভবনটি ধসে পড়ার কারণ জানা যায়নি, বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত মালিকসহ অন্তত নয়জনকে গ্রেফতার করা হয়েছে। বিল্ডিং কোড উপেক্ষা করা বা অন্যান্য নিয়ম লঙ্ঘন করার সন্দেহে এদের আটক করা হয়েছে।

প্রসঙ্গত, চীনে আগেও ভবন ধসের এমন অনেক ঘটনা ঘটেছে।  দুর্বল অবকাঠামো, নিরাপত্তা অব্যবস্থাপনা এবং স্থানীয় কর্মকর্তাদের মধ্যে দুর্নীতির কারণেই এ ধরনের ঘটনা ঘটছে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মে ০৬, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।