ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ইতিহাস রাশিয়াকে কাঠগড়ায় দাঁড় করাবে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, মে ১০, ২০২২
ইতিহাস রাশিয়াকে কাঠগড়ায় দাঁড় করাবে: জেলেনস্কি ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনে আক্রমণ করার জন্য ইতিহাস রাশিয়াকে কাঠগড়ায় দাঁড় করাবে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ মন্তব্য করেছেন।

জেলেনস্কি বলেন, আমরা ইউক্রেনীয়রা আমাদের মাতৃভূমিকে রক্ষা, বিজয় এবং ন্যায়বিচার বহালের জন্য লড়াই করে যাব। দখলদারদের থেকে ইউক্রেনকে আজ, আগামীকাল অথবা যে কোনো দিন মুক্ত করা প্রয়োজন।

এর আগে গতকাল নাৎসিবাহিনীর বিরুদ্ধে মিত্রশক্তির ৭৭তম বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক ভিডিও বক্তব্যে জেলেনস্কি বলেন, আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য লড়াই করছি। এ কারণে এ যুদ্ধে আমরা জয়ী হবো।

ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের পূর্ব পুরুষরা যে অবদান রেখেছেন, তা আমরা কখনো ভুলব না। ওই যুদ্ধে নিহত হয়েছিল ইউক্রেনের ৮০ লাখেরও বেশি মানুষ।  
জেলেনস্কি বলেন, খুব শিগগিরই ইউক্রেনের দুইটি বিজয় দিবস হবে, আর অন্যদের কোনো বিজয় দিবস থাকবে না। তখনও আমরা বিজয়ী হয়েছিলাম, এখনও বিজয়ী হবো। নাৎসিবাদের বিরুদ্ধে শুভ বিজয়।  

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মে ১০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।