লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১১ মে) বাংলাদেশ সময় ভোর ৫টার দিকেএ শক্তিশালী ভূকম্পন অনুভূত হয় দেশেটিতে।
আর্জেন্টিনা ছাড়াও শক্তিশালী এ ভূকম্পনের প্রভাব অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ বলিভিয়া, চিলি এবং প্যারাগুয়েতেও।
ইউএসজিএস জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১৯৩ কিলোমিটার গভীরে সৃষ্ট ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আর্জেন্টিনার সান আন্তোনিও দে লস কোবরেস শহর থেকে ৭৮ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে।
তবে, ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত ওই অঞ্চলে ক্ষয়ক্ষতির কোনো বিবরণ পাওয়া যায়নি। জারি করা হয়নি সুনামি সতর্কতাও। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, আর্জেন্টিনায় ভূমিকম্পের প্রভাবে কোনো ধ্বংসাত্মক প্রশান্ত মহাসাগরীয় সুনামির আশঙ্কা নেই এবং হাওয়াইতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ১১ মে, ২০২২
এমএমজেড