ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

খারকিভ থেকে সেনা প্রত্যাহার করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মে ১৪, ২০২২
খারকিভ থেকে সেনা প্রত্যাহার করেছে রাশিয়া

রাশিয়া খারকিভ শহর থেকে সেনা প্রত্যাহার করছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। খারকিভের মেয়র জানিয়েছেন, রুশ সৈন্যরা খারকিভ থেকে অনেক দূরে সরে গেছে।

এ ঘটনাকে ইউক্রেনের এক প্রকার জয় হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রের একজন থিংকট্যাংক। খবর বিবিসির।

ইউক্রেনের সশস্ত্র বাহিনী ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছে, রাশিয়ার প্রধান লক্ষ্য হলো দোনেৎস্ক, লুহানস্ক ও খারসনে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। অস্থায়ীভাবে দখলকৃত ইউক্রেনীয় ক্রিমিয়ার সঙ্গে স্থল করিডরের স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যও রয়েছে তাদের।

ইউক্রেনের সেনাপ্রধানের মুখপাত্র জানিয়েছেন, সেখানে আমাদের অন্যতম প্রচেষ্টা হবে খারকিভ শহর থেকে দখলদার বাহিনীকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা।

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের শহরটি প্রায় দুই সপ্তাহ ধরে শান্ত রয়েছে বলে জানিয়েছেন রয়টার্সের সাংবাদিকরা।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মে ১৪, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।