ঢাকা, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করাচিতে বাজারে বোমা বিস্ফোরণ, নিহত ১ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, মে ১৭, ২০২২
করাচিতে বাজারে বোমা বিস্ফোরণ, নিহত ১  করাচিতে বাজারে বোমা বিস্ফোরণ

করাচি বিশ্ববিদ্যালয়ের পর এ বার শহরের একটি বাজারে বোমা বিস্ফোরণ। সোমবার (১৬ মে) সন্ধ্যায় ওই বিস্ফোরণের ঘটনায় এক জনের মৃ্ত্যু হয়েছে বলে খবর।

গুরুতর আহত হয়েছেন অন্তত ১২ জন। স্থানীয় জিও নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।  

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, সন্ধ্যার সময় করাচির খারাদারের এই বল্টন বাজারে প্রচুর লোকের সমাগম ছিল। সেই সময়েই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় এক নারী নিহত হয়েছেন।  

পুলিশ বলছে, নিহত ওই নারী তার শিশুকে নিয়ে রিকশাযোগে যাচ্ছিলেন। আকস্মিক বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত হন তিনি। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত চার দিন আগেও করাচির সদরে আইইডি বিস্ফোরণে একজন নিহত ও ১৩ জন আহত হন। এ ছাড়া গত রোববার পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহে আত্মঘাতী বোমা হামলায় তিন সেনাসহ ছয়জন নিহত হন। সাম্প্রতিক সময়ে এ ধরনের হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে তদন্তে নেমেছে দেশটির পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ১৭ মে, ২০২২
ইআর 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।