ঢাকা, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গম রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করেছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, মে ১৭, ২০২২
গম রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করেছে ভারত

গম রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করেছে ভারত। মঙ্গলবার (১৭ মে) দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত ১৩ মে বা তার আগে পাওয়া এলসির বিপরীতে গম রপ্তানির অনুমতি দেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, কাস্টমসের পরীক্ষায় যেসব রপ্তানির আদেশ ১৩ মের আগে পাওয়া গেছে বলে নিশ্চিত হওয়া যাবে সেগুলো আটকানো হবে না। খবর দ্য ইকোনোমিক টাইমস

এতে বলা হয় মিশরগামী একটি গমের চালানকে এরই মধ্যে ছাড়পত্র দদেওয়া হয়েছে। এর ফলে কান্ডালা বন্দরে গম জাহাজবোঝাইয়ের কাজ চলছে। চালানটি ছাড়ের জন্য মিশর সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল।

এর আগে গত ১৩ মে ভারতের কেন্দ্রীয় সরকার দেশের অভ্যন্তরীণ বাজারে গমের রেকর্ড মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে শস্যটি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ১৭ মে, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।