ইউক্রেনের মারিওপোলের আজভস্তাল স্টিল কারখানা থেকে প্রায় এক হাজার সেনা আত্মসমর্পণ করেছে করেছে বলে দাবি করেছে রাশিয়া। বুধবার (১৮ মে) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন দাবি করা হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত একদিনে আজভস্তাল স্টিল কারখানা থেকে ৬৯৪ যোদ্ধা আত্মসমর্পণ করেছে। গত সোমবার থেকে ওই স্টিল কারখানা থেকে সেনাদের বের করে আনা শুরু হয়। আহত সেনাদের রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে।
তবে ইউক্রেন সরকারের পক্ষ থেকে গত একদিনে কতজন আত্মসমর্পণ করেছেন তা জানানো হয়নি।
গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। হামলা শুরুর পর কয়েক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের বহু শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মে ১৭, ২০২২
ইআর