ইউক্রেনে হামলার নিন্দা জানাতে গিয়ে বেশ বিব্রতকর মন্তব্য করে ফেলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন হামলার সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, ইরাকে আগ্রাসন চালানো পুরোপুরি অন্যায় ছিল।
সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের এই কথার ভিডিও সামাজিক যেগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
ভাইরাল ভিডিওতে জর্জ ডব্লিউ বুশকে বলতে শোনা যায়, ‘ইরাকে সম্পূর্ণ অন্যায় আগ্রাসন চালানোর জন্য একজন ব্যক্তির সিদ্ধান্ত দায়ী। ’ এরপরই কিছুক্ষণের জন্য থামেন বুশ। এরপর তিনি ফের বলেন, ‘আমি ইউক্রেনে আগ্রাসন বোঝাতে চেয়েছি। আমার বয়স ৭৫ বছর। ’
২০০৩ সালের ২০শে মার্চ জর্জ ডব্লিউ বুশের প্রশাসনের অধীনেই মার্কিন সামরিক বাহিনী ইরাকে হামলা করেছিল। এই হামলার পর বিশ্বব্যাপী সমালোচিত হন বুশ।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, মে ১৯, ২০২২
ইআর
Speaking in Dallas this afternoon, former President George. W Bush made a significant verbal slip-up while discussing the war in Ukraine.
— Michael Williams (@michaeldamianw) May 19, 2022
He tried referencing what he described as the “wholly unjustified and brutal invasion” — but said Iraq, instead of Ukraine. pic.twitter.com/tw0VNJzKmE