সমর্থকদের কাছে বার্তা পৌঁছাতে বিকল্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল চালু করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রুথ সোশ্যালে দেওয়া সব পোস্টই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে @presstrumpTS নামের একটি আইডি থেকে পোস্ট করা শুরু করেন ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম হাফপোস্টের প্রতিবেদনে বলা হয়, ট্রুথ সোশ্যাল পোস্ট থেকে ২১০ টি পোস্ট টুইট করেছিলেন ট্রাম্প। গত এপ্রিলে ওই অ্যাকাউন্টটি খোলা হয়।
গত বছর জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার পর টুইটারে আজীবনের জন্য নিষিদ্ধ হন ট্রাম্প। টুইটারে ট্রাম্পের প্রায় ৯ কোটি ফলোয়ার ছিল।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মে ১৯, ২০২২
ইআর