ঢাকা, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানি নারীর ফাঁদে পড়ে তথ্য ফাঁস, ভারতীয় সেনা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, মে ২১, ২০২২
পাকিস্তানি নারীর ফাঁদে পড়ে তথ্য ফাঁস, ভারতীয় সেনা গ্রেফতার

পাকিস্তানি নারীর ফাঁদে পড়ে তথ্য ফাঁস করার অভিযোগে এক ভারতীয় সেনাকে গ্রেফতার করা হয়েছে।

একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে শনিবার (২১ মে) স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

 

কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গ্রেফতার হওয়া ওই সেনা সদস্যের নাম প্রদীপ কুমার। তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার নারী এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন। গত কয়েকদিন ধরে ওই সেনা সদস্যকে নজরদারিতে রাখার পর তাকে গ্রেফতার করা হয়।

কর্মকর্তারা জানান, ওই সেনা সদস্য ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানি এজেন্টের সঙ্গে যোগাযোগ করতেন।  তার কাছে গোপন তথ্যও ফাঁস করতেন।

ওই সেনা সদস্যকে গত ১৮ মে কারাগারে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়।  

কর্মকর্তারা আরও জানান, প্রায় ছয় মাস আগে কুমার ওই নারীর কাছ থেকে ফোন পান। ওই নারী নিজেকে স্বাস্থ্য কর্মী বলে পরিচয় দিয়েছিলেন। তিনি কুমারকে বিয়ের কথা বলে দিল্লিতে দেখা করেন। এক সময় কুমার ফাঁদে পড়ে গেলে ওই নারী তার কাছে থেকে গোপন তথ্য বের করতে থাকে।

এই ঘটনায় আরও তদন্ত চলছে বলে ভারতীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মে ২১, ২০২২
ইআর 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।