মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে যুক্তরাজ্যে। আক্রান্তরা কেউই পশ্চিম আফ্রিকা ফেরত নয়।
ইউকেএইচএসএর পক্ষ থেকে বলা হয়, সোমবার রোগী শনাক্তের নতুন তালিকা প্রকাশ করা হবে। গত শুক্রবার পর্যন্ত যুক্তরাজ্যে ২০ জন মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছিল।
ইউকেএইচএসএর প্রধান চিকিৎসাবিষয়ক উপদেষ্টা সুসান হপকিন্স বিবিসিকে বলেন, আমরা এমন রোগী খুঁজে পাচ্ছি যাদের সঙ্গে পশ্চিম আফ্রিকার কোনও যোগাযোগ নেই। আমরা প্রতিনিয়ত এমন রোগী পাচ্ছি।
গত ৭ মে যুক্তরাজ্যে নাইজেরিয়া ফেরত এক ব্যক্তির দেহে মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত হয়। ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ২২ মে, ২০২২
ইআর