ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর আবাদানে ১০ তলা একটি ভবন আংশিক ধসে ১০ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার পর এখনো কিছু মানুষ নিখোঁজ রয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (২৩ মে) ভবনটি ধসে পড়ে।
খুজেস্তান প্রদেশের একজন ডেপুটি গভর্নর আইআরএনএ বলেন, কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ধ্বংসস্তূপের নিচে কতজন আটকা পড়েছেন তা এখনও স্পষ্ট নয়।
খুজেস্তান প্রদেশের বিচার বিভাগীয় প্রধান ভবন ধসের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। ভবনটির মালিক ও এর নির্মাণকারী ঠিকাদারকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ২৪ মে, ২০২২
ইআর