এবার ‘জিরকন’ নামে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো রাশিয়া। আর্কটিক বারেন্ট সাগর থেকে এ পরীক্ষা চালানো হয়।
শনিবার (২৮ মে) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতির মাধ্যমে এ দাবি করেন। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু অ্যাজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, রাশিয়ার পরীক্ষিত জিরকন ক্ষেপণাস্ত্রটি ১ হাজার কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি ছোড়া হয়েছে সাগরে থাকা একটি যুদ্ধজাহাজ থেকে।
ক্ষেপণাস্ত্র ছোড়ার একটি ভিডিও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
চলতি বছর শুরুতেই জিরকন মিসাইল ব্যবস্থাকে নতুন প্রজন্মের অস্ত্র বলে আখ্যা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফেব্রুয়ারিতে শুরু হয় ইউক্রেন যুদ্ধ। দেশটিতে এখন পর্যন্ত জিরকন মিসাইল ব্যবহৃত হয়নি। তবে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের অস্ত্র গুদামে হামলায় কিঞ্জল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করে মস্কো।
পুতিন বলেছেন, অদূর ভবিষ্যতে যুদ্ধ শুরু হলে এ জিরকন মিসাইল ব্যবহার করবে মস্কো।
উল্লেখ্য, ইউক্রেনে যুদ্ধে ১০-১২টি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। চলমি মাসে আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ২৮, ২০২২
এমজে