থালাইমান্নার এলাকা থেকে ৪ কোটি রুপি মূল্যের প্রায় দুই কেজি সোনাসহ তিন পাচারকারীকে আটক করেছে শ্রীলঙ্কার কাস্টমস।
মঙ্গলবার (৩১ মে) কলোম্বো পেজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
কাস্টমসের মুখপাত্র ডেপুটি ডিরেক্টর সুদাথথা সিলভা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, থালাইমান্নার থামেন্না ঘাঁটির সংযুক্ত নাবিকদের একটি দল থেকে তালাইমান্নার উপকূলে তিন সন্দেহভাজন সোনা পাচার করছে, এমন তথ্য পায় নৌবাহিনী। পরে তাদের চার্জ করে আটক করা হয়। এ সময় ওই তিন ব্যক্তির কাছ থেকে ১ কেজি ৯৩০ গ্রাম ওজনের সোনা জব্দ করা হয়। এসব সোনা ভারতে পাচারের পরিকল্পনা করা হয়েছিল।
আকট ব্যক্তিরা পুথুকুদিয়িরুপ্পু ও পেসালাই এলাকার বাসিন্দা। তাদের সাড়ে ৭ লাখ রুপি জরিমানা করা হয়েছে। সোনা জব্দ করে কাস্টমসে রাখা হয়েছে বলেও জানান সুদাথথা সিলভা।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মে ৩১, ২০২২
এমজে