যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ফিলাডেলফিয়ার পুলিশের পরিদর্শক ডি.এফ. পেস সাংবাদিকদের বলেন, ১৪ জন গুলিবিদ্ধ হয়েছিল। একটি ব্যস্ত রাস্তায় এই হামলা চালানো হয়। নিহত ব্যক্তিদের দুজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। হাসপাতালে আনার পরে তাদের মৃত ঘোষণা করা হয়।
গত মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হন। হামলার পর হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এছাড়া গত ২ জুন যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যে গির্জার বাইরে দুই নারীকে মেরে বন্দুকধারী আত্মহত্যা করেন।
অলাভজনক বেসরকারি সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের (জিভিএ) তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি বছরের ২৪ মে পর্যন্ত নির্বিচারে গুলি চালানোর অন্তত ২১২টি ঘটনা ঘটেছে।
সূত্র: এনডিটিভি
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জুন ০৫, ২০২২
ইআর