শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ভাই এবং দেশটির সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষে পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৯ জুন) নিজেই এই তথ্য জানিয়েছেন তিনি।
এ নিয়ে সাংবাদিকদের বাসিল রাজাপক্ষে বলেন, আজ থেকে আমি আর কোনো সরকারি কর্মকাণ্ডে সংশ্লিষ্ট থাকব না। তবে আমি রাজনীতি থেকে সরে যেতে পারব না এবং যাবও না।
এর আগে চলমান অর্থনৈতিক সংকটের জেরে সৃষ্ট গণবিক্ষোভের কারণে গত মাসে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে বড় ভাই মাহিন্দা রাজাপাকসে। অবশ্য প্রধানমন্ত্রীর পদ ছাড়লেও মাহিন্দা এখনও সংসদ সদস্য রয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ০৯,২০২২
ইআর