ঢাকা, রবিবার, ৩ ভাদ্র ১৪৩১, ১৮ আগস্ট ২০২৪, ১২ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

দখলকৃত ইউক্রেনীয় শহরগুলোতে পাসপোর্ট দিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুন ১২, ২০২২
দখলকৃত ইউক্রেনীয় শহরগুলোতে পাসপোর্ট দিচ্ছে রাশিয়া ইউক্রেনের শহর মেলিতোপোলে রুশ সেনারা

ইউক্রেনে রাশিয়ার দখলে থাকা খেরসন ও মেলিতোপোল শহরের বাসিন্দাদের পাসপোর্ট দেওয়া শুরু করেছে রুশ সরকার। স্থানীয় সময় শনিবার (১১ জুন) খেরসনের ২৩ জন বাসিন্দা এই পাসপোর্ট পান।

 

রাশিয়ার বার্তা সংস্থা তাসের রাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।  

তাসের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো খেরসনের ২৩ বাসিন্দার হাতে পাসপোর্ট তুলে দেওয়া হয়। খেরসনের হাজারো বাসিন্দা রাশিয়ার পাসপোর্ট পেতে আবেদন করেছিলেন।

 এ নিয়ে খেরসন অঞ্চলের রুশপন্থী প্রশাসক ভ্লাদিমির সালদো বলেন, এখানকার বাসিন্দারা দ্রুত পাসপোর্ট চান। এটা আমাদের জন্য নতুন শুরু। এটি একজন ব্যক্তির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি।  

 গত ২৪ ফেব্রুয়ারি হামলা শুরুর পরই খেরসনের বেশিরভাগ অঞ্চল দখলে নেয় রুশ বাহিনী।  

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জুন ১২, ২০২২
ইআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।