করোনাভাইরাসে আক্রান্ত ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা রোববার (১২ জুন) একটি টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি মাসের শুরু সোনিয়ার সঙ্গে তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর কোভিড রিপোর্ট পজিটিভ আসে।
টুইট বার্তায় কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালাকে বলেন, রোববার (১২ জুন) কোভিড সংক্রান্ত শারীরিক সমস্যার কারণে সোনিয়া গান্ধীকে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হলো। তবে তার অবস্থা এখন স্থিতিশীল। তাকে ডাক্তারের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সোনিয়া করোনা আক্রান্তের আগে তাকে ন্যাশানাল হেরাল্ড মামলায় তলব করেছিল ইডি। কিন্তু সোনিয়া করোনা পজিটিভ থাকায় তাকে ফের ইডি দপ্তরে ২৩ জুন হাজিরা দিতে বলা হয়েছে। সোনিয়ার পাশাপাশি ন্যাশানাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকেও তলব করেছে ইডি। সোনিয়া-রাহুলের ইডি তলবের বিরুদ্ধে প্রতিবাদ সোমবার (১৩ জুন) দেশজুড়ে বড় বিক্ষোভে নামছে কংগ্রেস।
সূত্র: এনডিটিভি
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুন ১২, ২০২২
ইআর
Congress President, Smt. Sonia Gandhi was admitted to Ganga Ram Hospital today owing to Covid related issues. She is stable and will be kept at the hospital for observation.
— Randeep Singh Surjewala (@rssurjewala) June 12, 2022
We thank all the Congress men & women as also all well wishers for their concern and good wishes.