পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যা করতে একজন সন্ত্রাসীকে ভাড়া করা হয়েছে। শনিবার (১৮ জুন) এমন অভিযোগ করেছেন পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) নেতা ও সাবেক প্রাদেশিক পরিষদের মন্ত্রী ফায়াজ চোহান।
একটি টুইট বার্তায় ফায়াজ চোহান বলেন, আফগানিস্তান থেকে ভাড়া করা ওই সন্ত্রাসীর নাম ‘কোচি’। আমার কাছে এ বিষয়ে বিস্তারিত আছে।
গত মাসে এক জলসায় ইমরান খান বলেন, তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে।
এরপরই ইমরান খান জানান, তার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এ নিয়ে একটি ভিডিও তার কাছে রয়েছে। যদি তার কিছু হয়, তাহলে এই ভিডিও প্রকাশ করা হবে।
এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতা হারান ইমরান খান। তখনকার তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীও দাবি করেছিলেন, ইমরান খানকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে।
সূত্র: জিও নিউজ
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ১৯, ২০২২
ইআর
اطلاع ہے کہ کچھ لوگوں نے افغانستان میں موجود کوچی نامی دہشت گرد کو تحریک انصاف کے چئیرمین عمران خان کو قتل کرنے کی سپاری دی ہے
— Fayaz ul Hassan Chohan (@Fayazchohanpti) June 18, 2022