আমেরিকার ফিকশনাল অ্যানিমেশন চলচ্চিত্রের প্রধান চরিত্র ডাম্বোর কথা মনে আছে? যেখানে ডাম্বোকে বিশাল আকারের ডানার মতো কানের সাহায্যে আকাশে উড়তে দেখা যায়।
ঠিক সে রকম ঘটনার মিল পাওয়া গেছে পাকিস্তানে।
জানা গেছে, সিম্বা নামের ছাগল ছানাটির দুই কান অনেক দীর্ঘ। হাঁটলে কিংবা দাঁড়ালে এটির কান মাটি স্পর্শ করে। মালিকের দাবি এটাই সবচেয়ে লম্বা কানের ছাগল ছানা।
সিম্বার মালিক হাসান ও ইয়াসিরের দাবি করেন, এটি একটি বিরল প্রজাতির ছাগল ছানা। তাছাড়া সবচেয়ে দীর্ঘ কানের কারণে এটি বিশ্ব রেকর্ড করেছে। চলতি বছরের ৪ জুন করাচিতে ছাগল ছানাটির জন্ম হয়।
সূত্র: জিও নিউজ
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুন ১৯, ২০২২
ইআর