ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সমুদ্রের ২৩ হাজার ফুট গভীরে মিলল জাহাজের ধ্বংসাবশেষ  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জুন ২৭, ২০২২
সমুদ্রের ২৩ হাজার ফুট গভীরে মিলল জাহাজের ধ্বংসাবশেষ   সমুদ্রের ২৩ হাজার ফুট গভীরে মিলল মার্কিন জাহাজের ধ্বংসাবশেষ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিলিপাইনের সাগরে ডুবে যাওয়া একটি মার্কিন জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন অনুসন্ধানকারীরা। সমুদ্রের ২৩ হাজার ফুট গভীরে এই ধ্বংসাবশেষগুলো পাওয়া গেছে।

এটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে গভীরে পাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ।  

জাহাজের অবশিষ্টাংশ সম্প্রতি বিলিয়নিয়ার অভিযাত্রী ভিক্টর ভেসকোভো এবং সোনার বিশেষজ্ঞ জেরেমি মরিজেট এই জাহাজটি আবিষ্কার করেছেন।

ইউএসএস স্যামুয়েল বি রবার্টস নামের জাহাজটি ১৯৪৪ সালের অক্টোবরে জাপানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের সময় ডুবে যায়।  এই জাহাজে ২২৪ জন ক্রু সদস্য ছিল, যার মধ্যে ৮৯ জন জাহাজ সহ ডুবে গেছে । এই জাহাজটিকে স্যামি বিও বলা হয়।

সাবমার্সিবল যান এবং সোনার-বিমিং জাহাজ ব্যবহার করে টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান ক্যালাডান ওশেনিকের অনুসন্ধানী দল জাহাজটির জন্য অনুসন্ধান চালায়।  

এর আগে বিলিয়নিয়ার অভিযাত্রী ভিক্টর ভেসকোভো গত বছর ২১ হাজার ২২৩ ফুট গভীরতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জনস্টন আবিষ্কার করেছিল।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ২৭ জুন, ২০২২
ইআর
   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।