ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হ্যাকিংয়ের শিকার ব্রিটিশ সেনাবাহিনীর টুইটার-ইউটিউব 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, জুলাই ৪, ২০২২
হ্যাকিংয়ের শিকার ব্রিটিশ সেনাবাহিনীর টুইটার-ইউটিউব  ব্রিটিশ সেনাবাহিনী

ব্রিটিশ সেনাবাহিনীর ইউটিউব ও টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। হ্যাক করার পর এ সব সামাজিক মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি এবং নন-ফাঞ্জিবল টোকেন (এনএফটি) সম্পর্কিত পোস্ট দেওয়া হয়।

স্থানীয় সময় রোববার ( ০৩ জুলাই) এ ঘটনা ঘটে। অবশ্য হ্যাক করার কিছুক্ষণ পরই  টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে সক্ষম হয় যুক্তরাজ্যের সেনাবাহিনী।  

একটি টুইট বার্তায় ব্রিটিশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, সাময়িক সমস্যার জন্য ক্ষমাপ্রার্থী। আমরা পূর্ণাঙ্গ তদন্ত করে এই ঘটনা থেকে শিক্ষা নেব।  

হ্যাকিংয়ের ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।

ব্রিটিশ সেনাবাহিনীর টুইটারে ৩ লাখ ৬২ হাজার ফলোয়ার রয়েছে। আর ইউটিউব চ্যানেলে এক লাখ ৭৭ হাজার সাবস্ক্রাইবার রয়েছে।  

সূত্র: রয়টার্স

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘন্টা, জুলাই ০৪, ২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।