ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

আইএস'র হামলায় নারী শিক্ষার পক্ষে থাকা তালেবান নেতা নিহত! 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
আইএস'র হামলায় নারী শিক্ষার পক্ষে থাকা তালেবান নেতা নিহত!  আত্মঘাতী বোমা হামলায় রহিমুল্লাহ হাক্কানি নামে তালেবানের এক ধর্মীয় নেতা নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় রহিমুল্লাহ হাক্কানি নামে তালেবানের এক ধর্মীয় নেতা নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ( ১১ আগস্ট) তার মাদ্রাসায় ওই আত্মঘাতী হামলা চালানো হয়।

এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

রহিমুল্লাহ হাক্কানি নারী শিক্ষার পক্ষে ছিলেন। এর আগেও একাধিকবার তাকে হত্যাচেষ্টা হয়েছিল।  

তালেবান সমর্থক শেখ হাক্কানি ছিলেন জিহাদি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান প্রদেশের (আইএস-কে) একজন বিশিষ্ট সমালোচক।

হামলার বিষয়ে কাবুলের পুলিশের মুখপাত্র খালিদ জাদরান এএফপিকে বলেন,  রহিমুল্লাহর মাদ্রাসায় হামলা করা হয়। এতে তিনি এবং তার এক ভাই শহীদ হয়েছেন।

তালেবান সরকারের মুখপাত্র বিলাল কারিমি হামলার ঘটনা নিশ্চিত করে বলেছেন, একজন কাপুরুষ শত্রু দ্বারা এই হামলা চালানো হয়েছে।  

 এই হামলার দায় স্বীকরে করে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে আইএসের পক্ষ থেকে বলা হয়, হাক্কানি ছিলেন অন্যতম তালেবানের বিশিষ্ট নেতা। যারা আইএসআইএস-এর বিরুদ্ধে যুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি।  

গত বছর তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগনিস্তানে নিহত হওয়া সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম শেখ রহিমুল্লাহ হাক্কানি।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময় : ১৫০৪ ঘণ্টা, ১২ আগস্ট, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad