ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইউক্রেনে আরও কঠোর অভিযানের হুঁশিয়ারি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
ইউক্রেনে আরও কঠোর অভিযানের হুঁশিয়ারি পুতিনের

ইউক্রেন পালটা হামলা বন্ধ না করলে দেশটিতে সামিক অভিযান আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ( ১৬ সেপ্টেম্বর) একটি সংবাদ সম্মেলনে পুতিন এই হুঁশিয়ারি দেন।

 

পুতিন জানান, তার অভিযানের মূল লক্ষ্য দনবাসসহ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্কে রুশ ভাষাভাষী মানুষদের স্বাধীনতা দেওয়া।  

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, দনবাসে আমাদের আক্রমণাত্মক কার্যক্রম থেমে নেই। তারা ধীর গতিতে চলছে। রুশ সেনাবাহিনী নতুন এবং নতুন অঞ্চল দখল করছে।

পুতিন অভিযোগ করে বলেন, ইউক্রেন বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ড রুশ বেসামরিক নাগরিকদের অবকাঠামোর ক্ষতি করছে। যদি পরিস্থিতি এমন চলতে থাকে তাহলে প্রয়োজনে আরও কঠোর অভিযান চালানো হবে।  

সম্প্রতি ইউক্রেনের খারকিভ অঞ্চলের ইযিয়াম শহরের দখল হারিয়েছে রুশ বাহিনী।  ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটি রসদ সরবরাহের হাব হিসেবে ব্যবহার করতো রাশিয়া।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ২১২৮ ঘন্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২ 
ইআর

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ