চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন- ফরাসি পদার্থবিজ্ঞানী অ্যালাইন অ্যাসপেক্ট, মার্কিন পদার্থবিজ্ঞানী জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার পদার্থবিজ্ঞানী অ্যান্টন জেলিঙ্গার।
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল বিকেল সাড়ে ৩টার দিকে সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি পদার্থের নোবেল বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে।
নোবেল প্রাইজ কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটেও এ তিন বিজ্ঞানীর নাম উল্লেখ করে তাদের অর্জনের ঘোষণা দেয়।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, ফরাসি পদার্থবিজ্ঞানী অ্যালাইন অ্যাসপেক্ট, মার্কিন পদার্থবিজ্ঞানী জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার পদার্থবিজ্ঞানী অ্যান্টন জেলিঙ্গার নোবেল পুরস্কারের ১ কোটি সুইডিশ ক্রোনা পাবেন। এ ছাড়া তাদের দেওয়া হবে একটি সনদ ও স্বর্ণপদক। আগামী দশ ডিসেম্বর গত দুই বছরের জয়ীদেরও আমন্ত্রণ জানাবে নোবেল প্রাইজ কর্তৃপক্ষ।
এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের জিনতত্ত্ববিদ সভান্তে পাবো। সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসায় এ বছরের বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
নোবেল অ্যাসেম্বলি জানায়, বিলুপ্ত হোমিনিন এবং মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য সভান্তে পাবো এবার চিকিৎসায় নোবেল পেলেন।
চলতি বছর ১০ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে এই বছরের পুরস্কার কার্যক্রম শেষ হবে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২২
এমজে