রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে আরও ৬২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (HIMARS) লঞ্চারসহ অতিরিক্ত অস্ত্রের জন্য ইউক্রেনকে এ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে।
বুধবার (৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
মঙ্গলবার এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গত ২৪ ফেব্রুয়ারি রুশ আক্রমণের পরে রাশিয়ার দখলকৃত এলাকাগুলোকে মুক্ত করতে দেশটির দক্ষিণ এবং পূর্বে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইউক্রেন।
এ বিষয়ে ভলোদিমির জেলেনস্কি জানান, তার বাহিনী শক্তিশালী। দু’টি যুদ্ধক্ষেত্রে এক ডজন গ্রাম পুনরুদ্ধার করেছে তারা।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, বাইডেন ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। ইউক্রেনকে ২০১৪ সাল থেকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২২
জেডএ