ইউক্রেনের দোনেৎস্কের গুরুত্বপূর্ণ শহর লিমানের নিয়ন্ত্রণ হারিয়েছে রাশিয়া। এই শহরে গণকবর পাওয়ার দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
অনলাইনে দেওয়া একটি পোস্টে কিরিলেঙ্কো জানান, স্বাধীন হওয়া লিমানে একটি গণকবর পাওয়া গেছে। তবে তাতে কতজনের মরদেহ রয়েছে তা এখনো স্পষ্ট নয়।
এদিকে একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় বার্তা সংস্থা ইউক্রিনফর্মের প্রতিবেদনে বলা হয়, গণকবরটিতে ১৮০টি মরদেহ রয়েছে।
গত শনিবার লিমান শহর পুনরুদ্ধার করে ইউক্রেনের সেনারা। লিমান শহরে রাশিয়ার ৫ থেকে সাড়ে ৫ হাজার সেনা ছিল।
সূত্র: এনডিটিভি
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
ইআর