ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিমান শহরে গণকবর পাওয়ার দাবি ইউক্রেনের 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২২
লিমান শহরে গণকবর পাওয়ার দাবি ইউক্রেনের 

ইউক্রেনের দোনেৎস্কের গুরুত্বপূর্ণ শহর লিমানের নিয়ন্ত্রণ হারিয়েছে রাশিয়া। এই শহরে গণকবর পাওয়ার দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

শুক্রবার (৭ অক্টোবর) লিমানের আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো এমনটি জানান।  

অনলাইনে দেওয়া একটি পোস্টে কিরিলেঙ্কো জানান, স্বাধীন হওয়া লিমানে একটি গণকবর পাওয়া গেছে। তবে তাতে কতজনের মরদেহ রয়েছে তা এখনো স্পষ্ট নয়।  

এদিকে একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় বার্তা সংস্থা ইউক্রিনফর্মের প্রতিবেদনে বলা হয়, গণকবরটিতে ১৮০টি মরদেহ রয়েছে।  

গত শনিবার লিমান শহর পুনরুদ্ধার করে ইউক্রেনের সেনারা। লিমান শহরে রাশিয়ার ৫ থেকে সাড়ে ৫ হাজার সেনা ছিল।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।