ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকহামলায় পুলিশসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
যুক্তরাষ্ট্রে বন্দুকহামলায় পুলিশসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে এক পুলিশ কর্মকর্তাসহ ৫ জনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারী। বৃহস্পতিবার রেলিগে শহরে এ ঘটনাটি ঘটে।

ঘাতককে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, রেলিগে হামলার ঘটনায় যে পুলিশ সদস্য নিহত হয়েছেন, তিনি ছুটিতে ছিলেন। হামলায় আহত হয়েছেন তিনজন। তাদের মধ্যেও একজন পুলিশ সদস্য রয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেলিগে শহরের মেয়র মেরি অ্যান বাল্ড এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা বন্ধে আমাদের আরও কিছু করতে হবে।

খবরে বলা হয়, হামলাকারী একজন শ্বেতাঙ্গ কিশোর। সে বেশ লম্বা। তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে টুইট পোস্টে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় সময় বিকেল ৫টার দিকে নিউস রিভার গ্রিনওয়ের কাছে গুলির ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা পর হামলাকারী কিশোরকে আটকে ফেলা হয়। হামলাকারীর পরিচয় প্রকাশ না করলেও তার কাছে একটি বন্দুক পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।