ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

১ ইউরোতে সব বিক্রি করে রাশিয়া ছাড়ছে নিসান!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
১ ইউরোতে সব বিক্রি করে রাশিয়া ছাড়ছে নিসান!

রাশিয়া ছাড়ছে জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান। মঙ্গলবার (১১ অক্টোবর) মস্কোর শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

এদিকে এক ঘোষণায় নিসানের পক্ষ থেকে বলা হয়, মাত্র এক ইউরোর (শূন্য দশমিক ৯৭ ডলার) বিনিময়ে রাশিয়ায় থাকা তাদের সমস্ত ব্যবসা সরকারি মালিকানায় হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে অর্থের হিসেবে সংস্থাটির ৬৮ কোটি ৭০ লাখ ডলারের ক্ষতি হচ্ছে।  

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দেশটি ছেড়েছে বিশ্বের বহু নামী কোম্পানি। এর আগে ফরাসি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রেনল্টও কোম্পানিটির শেয়ারের বেশিরভাগ অংশ বিক্রি করে দেয়।  

মস্কোর শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, নিসানের কার্যনির্বাহী কমিটি রুশ ফেডারেশনের কাছে রাশিয়ায় থাকা সম্পদ বিক্রির অনুমোদন দিয়েছে। এর মধ্যে সেন্ট পিটার্সবার্গে নিসানের উৎপাদন ও গবেষণাকেন্দ্র রয়েছে। পাশাপাশি মস্কোতে এর একটি বিক্রয় ও বিপণন কেন্দ্রও রয়েছে।  

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে চলতি বছরের মার্চে নিসান তার সেন্ট পিটার্সবার্গের কারখানার উৎপাদন কার্যক্রম স্থগিত রাখে। পুরোপুরি বন্ধ না করে তারা পরিস্থিতির দিকে নজর রাখছিল। কিন্তু পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যেতে থাকায় রাশিয়া ছেড়ে যাওয়ার পরিকল্পনা নেয় নিসান।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৬০৯ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।