কলম্বিয়ায় একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩৪ জন হতাহত হয়েছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা ২০; আহত হয়েছেন ১৪ জন।
রোববার (১৬ অক্টোবর) প্রতিবেদনে জানানো হয়, শনিবার (১৫ অক্টোবর) ভোরে দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার প্যান-আমেরিকান হাইওয়েতে দ্রুতগামী বাসটি উল্টে এ হতাহতের ঘটনা ঘটে। বাসটি বন্দর নগরী তুমাকো থেকে ক্যালির দিকে যাচ্ছিল।
যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করছে কলম্বিয়ার কর্তৃপক্ষ।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তদন্তকারীরা বলেছেন, ব্রেক স্টিমে যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে। এতে ২০ জন মারা গেছেন। আহত হন ১৪ জন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি প্রশাসন।
নারিনো বিভাগের ট্রাফিক পুলিশের ক্যাপ্টেন অ্যালবার্টল্যান্ড প্রাথমিক তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছেন, ঘটনার সময় দুর্ঘটনাকবলিত এলাকাটি কুয়াশাচ্ছন্ন ছিল। রাস্তার একটি বাঁকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সামনের দিকে এগোতে গেলে বাসটি উল্টে যায়।
জরুরি বিভাগের কর্মীরা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বাসটি দুমড়ে মুচড়ে যাওয়ায় সড়কে চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন অ্যালবার্টল্যান্ড।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
এমজে