ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গে পরিবহন ধর্মঘট

রক্তিম দাশ, কলকাতা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, জুন ২৫, ২০১০

কলকাতা: ভারতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ শনিবার পশ্চিমবঙ্গে ২৪ ঘন্টা পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে বাম শ্রমিক সংগঠনগলো।

ধর্মঘট বিষয়ে শুক্রবার সন্ধ্যায় কলকাতার শ্রমিক ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর সম্পাদক শ্যামল চক্রবর্তী বলেন, ‘আমরা জানতাম ভারত সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করবে।

আর এই মূল্যবৃদ্ধির ফলে পরিবহণ খাত ব্যাপক তির মূখে পড়বে। তাই আমরা বাধ্য হয়ে আগামীকাল শনিবার ২৪ ঘন্টা পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছি। কাল কোনও পরিবহণই রাস্তায় নামবে না। ’

তবে ধর্মঘটের বিরোধিতা করে তৃণমূল নেত্রী ও ভারতের রেলমন্ত্রী মমতা ব্যানার্জি নয়াদিল্লিতে বলেছেন, ‘আমরা এই মূল্য বৃদ্ধির বিরোধীতা করছি। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবো তবে ধর্মঘট নয়। তিনি আরো বলেন, মন্ত্রী সভার বৈঠকে আমরা এই মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছি কিন্তু সংখ্যাগরিষ্ঠের মতামতের কাছে হার স্বীকার করতে হয়েছে। ’

তেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ও শনিবারের ধর্মঘটকে সমর্থন করে বামফ্রন্টের সভাপতি বিমান বসু এদিন বলেন, ‘এটি সাধারণ মানুষের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত। তৃণমূল এর দায় এড়াতে পারে না। এতে গরীব মানুষের ওপর চাপ বাড়বে। ’

তবে ধর্মঘটের আওতায় শনিবার পশ্চিমবঙ্গে কোনও পরিবহণ না চললেও ঢাকা-কলকাতা বাস চলবে বলে জানিয়েছে শ্যামলি পরিবহণ।

ভারতীয় সময়: ২০৩০ঘন্টা,২৫জুন.২০১০
আরডি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।