ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের কানজুরুহান স্টেডিয়ামটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এই মাঠেই গত ১ অক্টোবর একটি ফুটবল ম্যাচের পর পদদলনে ১৩০ জনের বেশি মানুষ নিহত হন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) ইন্দোনেশিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়, স্টেডিয়ামটি ভেঙে পুননির্মাণ করা হবে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, পযুক্ত সুবিধাসহ যা খেলোয়াড় এবং সমর্থক উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে মালাংয়ের কানজুরুহান স্টেডিয়ামটিকে আমরা ফিফা মানদণ্ড অনুযায়ী এটিকে ভেঙে ফেলব এবং পুনর্নির্মাণ করব।
এর আগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
সম্প্রতি পদদলনের ঘটনায় হওয়া তদন্ত প্রতিবেদনে হতাহতের জন্য পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসকে দায়ী করে ইন্দোনেশিয়া সরকার।
সূত্র: এএফপি
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
ইআর