বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ছুরি হামলায় পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পুলিশের আরেক কর্মকর্তা।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) ব্রাসেলসের উত্তরের একটি রেল স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। খবর: সিএনএন
ওই দুই পুলিশ কর্মকর্তা সেখানে টহল দিচ্ছিলেন। তাদের ওপর হামলার খবর পেয়ে আরেকটি টিম এসে হামলাকারীকে প্রতিহত করে। হামলাকারীর পায়ে ও পেটে গুলি লাগে। পরে হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু হয়। হামলার কারণ এখনও জানা যায়নি।
সংশ্লিষ্ট সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
নিরাপত্তা বিষয়ক একজন মুখপাত্র এরিক ভ্যান দুয়েস বলেছেন, আমরা মামলা নিয়েছি। প্রাথমিকভাবে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।
নিহত পুলিশ কর্মকর্তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন দেশটির প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু। তিনি বলেন, আমাদের পুলিশ কর্মকর্তারা প্রতিদিনই তাদের জীবনের ঝুঁকি নিয়ে নাগরিকদের নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। আজকের ঘটনায় আবারও সেটি প্রমাণ হলো।
প্রসঙ্গত, ২০১৬ সালে ব্রাসেলসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সে হামলায় নিহত হয়েছিলেন ৩২ জন। হামলায় জড়িত অভিযোগে আইএসের নয় সহযোগী সদস্য আগামী সপ্তাহে বিচারের মুখোমুখি হবে।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
জেডএ