পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় পেট্রোল ট্যাঙ্কার বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
বার্তাসংস্থা এপি’র খবরে বলা হয়েছে, উত্তর-মধ্য নাইজেরিয়ায় একটি পেট্রোল ট্যাঙ্কার বিধ্বস্ত হয়। এ সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। শুক্রবারের (১১ নভেম্বর) এ ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। ভুক্তভোগীরা আগুনে পুড়ে গিয়েছিলেন।
নাইজেরিয়ার পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে। পুলিশের এক মুখপাত্র বলেছেন, গত বৃহস্পতিবার রাতে কোগি প্রদেশের ওফু কাউন্সিল এলাকার মূল সড়কে ট্যাঙ্কারটি চলছিল। হঠাৎ এর ব্রেকে ত্রুটি দেখা দেয়। পরে হাইওয়েতে চলমান একটি একটি গাড়ির সঙ্গে ট্যাঙ্কারটির সংঘর্ষ হয়।
এ সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। পরক্ষণেই আগুন ধরে যায়।
কোগি পুলিশ কমান্ডের উইলিয়াম ওভি আয়া জানান, আগুন লাগার পরও ট্যাঙ্কারটি চলছিল। এ সময় অন্য কয়েকটি গাড়িকে চাপা দেয় সেটি। এ ঘটনায় নিহতরা সবাই আগুনে পুড়ে গেছেন।
নাইজেরিয়ার ফেডারেল রোড সেফটি কর্পস’র বিসি কাজিম বলেছেন, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের শনাক্ত করার কাজ চলছে। কোগি কর্তৃপক্ষ এ দুর্ঘটনার তদন্ত করছে।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
এমজে