ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ শিশুসহ ২১ জনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার রাতে (১৭ নভেম্বর) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। খবর আল জাজিরার।
উপত্যকার উত্তরাঞ্চলের একটি হাসপাতালের পরিচালক সালাহ আবু লায়লা জানিয়েছেন, জাবালিয়া নামের জনবহুল একটি শরণার্থী শিবিরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে নিরাপত্তা বাহিনীর স্থানীয় একজন কর্মকর্তা।
খবরে বলা হয়েছে, ২৩ লাখ ফিলিস্তিনি অধ্যুষিত গাজা উপত্যকায় মোট আটটি শরণার্থী শিবিরের একটি ‘জাবালিয়া’। ওই আটটি শরণার্থী শিবিরে প্রায় ৬ লাখ লোকের বাস।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অগ্নিকাণ্ডের ঘটনাকে জাতীয় শোক বর্ণনা করে শুক্রবার একদিনের শোক ঘোষণা করেছেন।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গেন্টেজ এক টুইট বার্তায় তার কর্মীরা দগ্ধদের (ইসরায়েলের) হাসপাতালে পাঠাতে সহায়তা করবে বলে জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
এনএস/