ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি ন্যান্সি পেলোসি

দীর্ঘ দুই দশক যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষে ডেমোক্র্যাটসদের নেতৃত্ব দিয়েছেন ন্যান্সি পেলোসি। এবার সেই যাত্রার ইতি টানছেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ৮২ বছর বয়সী এই মার্কিন রাজনীতিবিদ।

যুক্তরাষ্ট্রের সময় বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ন্যান্সি পদত্যাগের ঘোষণা দেন। প্রতিনিধি পরিষদের নেতার পদ ছাড়লেও নিজের সংসদীয় আসন ক্যালিফোর্নিয়ার দায়িত্ব পালন করে যাবেন তিনি।

এক বিবৃতিতে ন্যান্সি পেলোসি বলেছেন, ‘কখনো ভাবিনি গৃহিণী থেকে একদিন প্রতিনিধি পরিষদের স্পিকার হবো। ’

পরবর্তী সম্মেলনে ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্বের নির্বাচনে অংশ নেবেন না জানিয়ে তিনি বলেন, ‘ডেমোক্র্যাটদের নতুন প্রজন্মের নেতৃত্ব দেওয়ার সময় এসেছে। ’

জানা গেছে, আগামী জানুয়ারি পর্যন্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন ন্যান্সি পেলোসি। জানুয়ারিতে প্রতিনিধি পরিষদে আসবেন নতুন স্পিকার।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।