ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

উত্তরাখণ্ডে গাড়ি খাদে পড়ে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
উত্তরাখণ্ডে গাড়ি খাদে পড়ে নিহত ১২

ভারতের উত্তরাখণ্ডে জোশীমঠের কাছে এক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন।

 

শুক্রবার (১৮ নভেম্বর) জোশীমঠের উরগাম-পাল্লা জাখোলা গ্রামের রাস্তায় একটি যাত্রীবাহী চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে দু’জন নারী এবং ১০ জন পুরুষ রয়েছেন। এছাড়াও গুরুতর আহত অবস্থায় তিন জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)।

এসডিআরএফ জানিয়েছে, একটি টাটা সুমো গাড়ি ১২ জন যাত্রী বহন করছিল। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছে। আমরা দুর্ঘটনাস্থল, গাড়ি এবং এর আশেপাশের এলাকায় নিবিড়ভাবে তল্লাশি চালিয়েছি। আমাদের টিম পাহাড়ের ঢাল থেকে মরদেহ বের করার চেষ্টা করছে।

এদিকে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। সেইসঙ্গে তিনি মৃতদের পরিবারকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, সেটাও তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ০৮৫৫, নভেম্বর ১৯, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।