ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওড়ার আগ মুহূর্তে ট্রাকের সঙ্গে ধাক্কায় প্লেনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
ওড়ার আগ মুহূর্তে ট্রাকের সঙ্গে ধাক্কায় প্লেনে আগুন

বিমানবন্দর থেকে উড়তে যাচ্ছিল একটি প্লেন। এমন সময় সামনে চলে এলো একটি ফায়ার ট্রাক।

আর তাতে ঘটল সংঘর্ষ। প্লেনে ধরে গেল আগুন। মৃত্যু হলো দুই অগ্নিনির্বাপণ কর্মীর। ঘটনাটি পেরুর সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরের।

শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার একটু আগেই এই ঘটনা ঘটে। প্লেনটি লাটাম এয়ারলাইন্সের। বিমানবন্দরটির নাম জর্জ চাভেজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি লিমায় অবস্থিত।  

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, রানওয়েতে চলছিল বিমানটি। ঠিক ওড়ার সময় এতে আগুন ধরে যায় এবং ধোঁয়া বের হতে থাকে।   

এয়ারলাইন্সটি টুইটে জানিয়েছে, কোনো যাত্রী বা ফ্লাইট ক্রু এ ঘটনায় মারা যাননি।
এই ঘটনায় ৩১ বছর বয়সী একজন অগ্নিনির্বাপণ কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন এসসালুদ হাসপাতাল কর্তৃপক্ষ।

পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহত ২০ যাত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।  

এটি এখনো অস্পষ্ট যে, কী কারণে প্লেনটি ওড়ার সময় ফায়ার ট্রাকটি রানওয়েতে চলে এলো। প্লেনটি পেরুর দক্ষিণের শহর জুলিকার উদ্দেশে যাচ্ছিল।

এক সংবাদ সম্মেলনে লাটাম এয়ারলাইন্সের সিইও ম্যানুয়েল ভ্যান ওরডট বলেন, আমরা জানি না কেন ট্রাকটি সামনে চলে এসেছিল।

সূত্র: বিবিসি  

বাংলাদেশ সময় ১৫২৪, নভেম্বর ১৯, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।