ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১২, জুন ২৬, ২০১০

বেইজিং : চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পার্বত্য উপত্যকায় সড়ক দুর্ঘটনায় আজ শনিবার কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ খবর জানানো হয়।



দুর্ঘটনার শিকার মিনিবাসটিতে ২৭ জন যাত্রী ছিল। বার্তাসংস্থা সিনহুয়া জানায়, নিঙ্গঝিয়া অঞ্চলের পাহাড়ি ঢালু রাস্তায় মোড় নেওয়ার সময় মিনিবাসটি ভারসাম্য হারিয়ে ২০ মিটার নিচে পড়ে যায়।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাসের সব যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই ১১ জন।

পৃথিবীর বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে চীনের রাস্তা অন্যতম। সেখানে ট্রাফিক আইন অমান্য করার কারণে প্রতিবছরই বাড়ছে দুর্ঘটনার হার।

২০০৮ সালে চীনে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিল প্রায় ৭৩ হাজার ৫ শ’। পুলিশের পরিসংখ্যানে জানা যায়, গড়ে প্রতিদিন ২ শ’ মানুষ নিহত হয়েছেন ওই বছর।

বাংলাদেশ স্থানীয় সময় : ১৪৫৩ ঘন্টা, ২৬ জুন, ২০১০
এসআইএস/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।