ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যান্সার সচেতনতায় ২৫০০ নারী-পুরুষের নগ্ন ফটোশুট!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
ক্যান্সার সচেতনতায় ২৫০০ নারী-পুরুষের নগ্ন ফটোশুট!

স্কিন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য অস্ট্রেলিয়ার সৈকতে নগ্ন হয়ে ছবি তুলেছেন হাজার হাজার নারী-পুরুষ।  

স্থানীয় সময় শনিবার (২৬ নভেম্বর) সকালে সিডনির বন্ডি সৈকতে ওই সচেতনতামূলক ফটোশুটে অংশ নেন প্রায় আড়াই হাজার স্বেচ্ছাসেবী।

যাদের ছবি তোলেন যুক্তরাষ্ট্রের ফটোগ্রাফিক শিল্পী স্পেন্সার টিউনিক।

এটা টিউনিকের সর্বশেষ প্রকল্প, যার লক্ষ্য অস্ট্রেলিয়ানদের নিয়মিত ত্বক পরীক্ষা করতে উৎসাহিত করা।  

ওয়ার্ল্ড ক্যান্সার রিসার্চ ফান্ড বলছে, অস্ট্রেলিয়াই বিশ্বের সবচেয়ে বেশি ত্বকের ক্যান্সারে আক্রান্ত দেশ।

ফেডারেল সরকার অনুমান করে যে, এই বছর অস্ট্রেলিয়ায় ত্বকের ক্যান্সারে ১৭ হাজার ৭৫৬ জন আক্রান্ত শনাক্ত হবে এবং ১,২৮১ জনের মৃত্যু হতে পারে।

তাইতো এ বিষয়ে সচেতনতা বাড়াতে এদিন স্থানীয় সময় ভোর সাড়ে ৩টা থেকে স্বেচ্ছাসেবকরা সৈকতে জড়ো হতে থাকেন।

ফটোশুটের বিষয়ে টিউনিক বলেন, আমাদের ত্বকের পরীক্ষা সম্পর্কে সচেতনতা বাড়ানোর ভালো সুযোগ আছে এবং আমি সম্মানিত... এখানে এসে, একটা শিল্প তৈরি করতে এবং শুধুমাত্র শরীর এবং সুরক্ষা উদযাপন করতে পেরে।

রবিন লিন্ডনার নামে এক অংশগ্রহণকারী বলেন, আমি এই ফটোশুট করার জন্য স্নায়ুবিক বাঁধাকে কাটিয়ে উঠেছি। আয়োজকরা বলেছেন, এখানে ২,৫০০ মানুষ অংশ নিয়েছেন।

তিনি বলেন, আমি মনে মনে আতঙ্কিত ছিলাম। কিন্তু এটি দুর্দান্ত ছিল। প্রত্যেকেই সত্যিই শ্রদ্ধাশীল ছিলেন। এটি 
সত্যিই মজার অনুভূতি।

৭৭ বছর বয়সী ব্রুস ফিশার বলেন, আমি আমার অর্ধেক জীবন সূর্যের আলোতে কাটিয়েছি এবং আমার পিঠ থেকে কয়েকটি ম্যালিগন্যান্ট মেলানোমাস বের করে নেয়া হয়েছে।

টিউনিক সর্বশেষ ২০১০ সালে সিডনিতে একটি গণশুট পরিচালনা করেন। সিডনি অপেরা হাউজের সেই ফটোশুটে ৫,২০০ অস্ট্রেলিয়ান নগ্ন হয়ে পোজ দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১১৩৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।