ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রেসিডেন্ট নির্বাচনে ডিস্যান্টিসকে সমর্থন করবেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
প্রেসিডেন্ট নির্বাচনে ডিস্যান্টিসকে সমর্থন করবেন ইলন মাস্ক

২০২৪ সালে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসকে সমর্থনের কথা জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

সম্প্রতি এক টুইট বার্তায় তিনি এ কথা জানান। খবর রয়টার্স।

প্রতিবেদনে বার্তা সংস্থাটি জানায়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস প্রতিদ্বন্দ্বিতা করলে তাকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন ইলন মাস্ক। এক টুইট বার্তায় ইলন বলেন, ‘২০২৪ সালের প্রেসিডেন্ট পদের জন্য আমার পছন্দ একজন বিচক্ষণ ও কেন্দ্রবাদী। আমি আশা করেছিলাম বাইডেন প্রশাসন তেমনই হবে। কিন্তু এখন পর্যন্ত আমি হতাশ। ’

প্রেসিডেন্ট নির্বাচনে ডিস্যান্টিসকে সমর্থন দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে মাস্ক বলেন, ‘হ্যাঁ। আমি ডিস্যান্টিসকেই সমর্থন দেবো। ’

টুইটারের নতুন মালিক বলেন, ‘আমি ওবামা-বাইডেন প্রেসিডেন্সির একজন উল্লেখযোগ্য সমর্থক ছিলাম। ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনকে ভোট দিয়েছিলাম। ’

চলতি মাসে অনুষ্ঠিত হয়েছে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন। নির্বাচনে ফ্লোরিডার প্রভাবশালী রিপাবলিকান প্রার্থী ডিস্যান্টিস ডেমোক্র্যাটিক প্রতিপক্ষ চার্লি ক্রিস্টকে প্রায় ২০ শতাংশ পয়েন্টে পরাজিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০৪০, নভেম্বর ২৭, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।