ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিদ্যুতের টাওয়ারে ঝুলছে প্লেন, অন্ধকারে এক লাখ বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
বিদ্যুতের টাওয়ারে ঝুলছে প্লেন, অন্ধকারে এক লাখ বাড়ি

আমেরিকার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের মন্টগোমারি কাউন্টিতে বিদ্যুৎ লাইনের ওপর একটি ছোট উড়োজাহাজ পড়ে বিধ্বস্ত হয়েছে। এতে ওই অঞ্চলের প্রায় এক লাখ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎশূন্য হয়ে পড়ে।

স্থানীয় সময় রোববার বিকেল ৫টা ৪০ মিনিট নাগাদ বিদ্যুৎ লাইনের ওপর এক ইঞ্জিনবিশিষ্ট মুনে এম২০জে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর পাইলট ও যাত্রীসহ দুইজন বিদ্যুৎ লাইনের খুঁটিতে ঝুলে পড়েন। পরে তাদের উদ্ধার করা করা হয়।  

মন্টগোমারি কাউন্টির ফায়ার চিফ স্কট গোল্ডস্টেইন বলেন, পাইলট ও যাত্রী অর্থোপেডিক ইনজুরি ও ট্রমায় পড়েছেন। তাদের হাইপোথার্মিয়াও ছিল।  

রাতে উড়োজাহাজটি সরিয়ে নেওয়া হয়। বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধার করা হয়েছে।  

উড়োজাহাজটি  বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানা যায়নি। তবে ওয়াশিংটন অঞ্চলে কুয়াশা ও বৃষ্টি ছিল। দুর্ঘটনায় এটি যুক্ত কি না, তা এখনো নিশ্চিত নয়।  

সূত্র: ওয়াশিংটন পোস্ট

বাংলাদেশ সময়: ১৪৫৩, নভেম্বর ২৮, ২০২২
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।