ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিচারের নামে জুলিয়ান অ্যাসাঞ্জকে হয়রানি না করার দাবি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
বিচারের নামে জুলিয়ান অ্যাসাঞ্জকে হয়রানি না করার দাবি

বিচারের নামে জুলিয়ান অ্যাসাঞ্জকে হয়রানি না করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের শীর্ষ গণমাধ্যমগুলো। তাদের বলছে, প্রকাশনা কোনো অপরাধ নয়।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের শীর্ষ ওই গণমাধ্যমগুলো বলছে, উইকিলিকস প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনা অভিযোগ মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর হুমকি।

সোমবার একটি খোলা চিঠিতে বিশ্বের পাঁচটি শীর্ষ গণমাধ্যম অ্যাসাঞ্জের বিচারের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে।  

যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস করে দেওয়ার কারণে জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।  

দ্য নিউইউর্ক টাইমস, দ্য গার্ডিয়ান, লে মন্ডে, দার স্পাইজেল ও এল পাইসের সম্পাদক ও প্রকাশকরা চিঠিতে লিখেছেন, অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনা অভিযোগ বিপজ্জনক এক নজির। এটি আমেরিকার প্রথম সংশোধনীর অবমূল্যায়ন এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর হুমকি।  

খোলা চিঠিতে আরও লেখা হয়েছে, গণতন্ত্রে মুক্ত গণমাধ্যমের লক্ষ্যের প্রধান অংশ হলো সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা।  

গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিল উইকিলিকস নামের ওয়েবসাইট। এর প্রতিষ্ঠাতা অস্ট্রেলিয়ান নাগরিক সাংবাদিক জুলিয়ান অ্যাসাঞ্জ।  

২০১০ সালে যুক্তরাষ্ট্রের অতিসংবেদনশীল সামরিক ও কূটনৈতিক নথি প্রকাশ করায় অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে মার্কিন প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২ 
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।