ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাক্ষাৎকার

মেয়রদের ইন্টারভিউ

পাবনা পৌরসভাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে চান মিন্টু

আবুল কালাম আজাদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
পাবনা পৌরসভাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে চান মিন্টু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: পাবনার তরুণ, যুব সমাজ ও শহর যেন মাদকমুক্ত থাকে, এজন্য যেকোনো পদক্ষেপ নিতে পিছপা হবেন না তিনি। এছাড়া যেকোনো মূল্যে পাবনা পৌরসভাকে সন্ত্রাসমুক্ত করে গড়ে তুলতে চান।



বাংলানিউজের সঙ্গে আলাপকালে এ ইচ্ছার কথা জানান, পাবনা পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত মেয়র কামরুল হাসান মিন্টু।

জেলা বিএনপির ‍সাবেক এ নেতা বর্তমানে বিএনপির বিদ্রোহী গ্রুপের নেতৃত্বে রয়েছেন।

তিনি জানান, দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাবনাবাসী তাকে ভালবাসেন বলেই তৃতীয়বারের মতো বিপুলভোটে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি।

পৌরসভার পয়ঃনিষ্কাশন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, অতীতের মতো এবারও তিনি পৌরসভায় রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, পয়ঃনিষ্কাশন, পরিস্কার-পরিচ্ছন্নতা, বিদ্যুতের ব্যবস্থাসহ যানজট নিরসনে কাজ করে যাবেন।

তিনি বলেন, শহরে বিভিন্ন রাস্তা ও অলিগলিতে যানজট নিরসনের লক্ষে ট্রাফিক পুলিশের পাশাপাশি পৌর ট্রাফিক নিয়োগ দেওয়া হয়েছে।

পাবনার ঐতিহ্য বৃদ্ধিতে শহরের মধ্য দিয়ে প্রবাহিত এক সময়ের স্রোতস্বীনি ইছামতি নদী দখলমুক্ত করে সংস্কারের ইচ্ছার কথাও জানান মিন্টু।

তিনি বলেন, পাবনা একটি প্রথম শ্রেণির পৌরসভা হওয়ায় এখানে বড় বড় সমস্যার সম্মুখীন হত হয়। তবে পরিকল্পনামাফিক কাজের মাধ্যমে ভবিষ্যতের অসমাপ্ত কাজ শেষ করবো ইনশাল্লাহ।

দল-মত প্রসঙ্গে তিনি জানান, গোটা পাবনার সবাই তার আপন জন, সবারই তিনি মেয়র। প্রয়োজন অনুযায়ী গুরুত্বের ভিত্তিতে যেখানে যা করা দরকার, তিনি করবেন।

তরুণ প্রজন্ম নিয়ে তিনি জানান, তিনি চান তরুণ ও শিক্ষিত যুবসমাজ মাদকমুক্ত থাকুক। পাবনাকে মাদকমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি তিনিও সব রকম পদক্ষেপ নেবেন। তিনি পাবনা পৌরসভাকে মাদক ও সন্ত্রাসমুক্ত পৌরসভা হিসেবে গড়ে তুলতে চান।

এজন্য সবার সহযোগিতাও কামনা করেন পর পর তিনবারের নির্বাচিত এই মেয়র।

২০১৫ সালের ৩০ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে কামরুল হাসান মিন্টু নারিকেল গাছ প্রতীকে ৩০ হাজার ৫৪৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী রকিব হাসান টিপু পান ২৪ হাজার ৬৫৪ ভোট।

চলতি মাসের ৭ তারিখে তৃতীয় মেয়াদে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন মিন্টু।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।