ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

বিশ্ব ইজতেমায় ৫ মুসল্লির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
বিশ্ব ইজতেমায় ৫ মুসল্লির মৃত্যু ছবি: সংগৃহীত

গাজীপুর: গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় (প্রথম পর্ব) শনিবার (১৪ জানুয়ারি) সকাল পর্যন্ত মোট ৫ মুসল্লি ইন্তেকাল করেছেন।   তারা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার মলমলিয়া এলাকার মোবারক হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন (৭০), চট্টগ্রামের রাউজান থানা এলাকার আব্দুর রশিদের ছেলে আব্দুর রাজ্জার (৬৮), নরসিংদীর মনোহরদী থানার মাছিমপুর এলকার রহমত উল্লাহর ছেলে হাবিবুর রহমান (৭০), মুন্সীগঞ্জের আদিল উদ্দিন সিকদারের ছেলে আক্কাছ আলী সিকদার (৫৫) ও সিলেটের হরিপুরের হেমুবটপাড়া এলাকার ফজলুল হকের ছেলে নূরুল হক (৬০)।

বিশ্ব ইজতেমায় মরদেহের জিম্মাদার মাওলানা মোহাম্মদ শাকের জানান, বিশ্ব ইজতেমার প্রথম পর্বে কয়েক লাখ মুসল্লি অংশ নিয়েছেন। এর মধ্যে শুক্রবার রাত থেকে শনিবার (১৪ জানুয়ারি) সকাল পর্যন্ত তিন মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন- মোফাজ্জল হোসেন, আব্দুর রাজ্জার ও হাবিবুর রহমান। শনিবার সকালে ইজতেমার ময়দানে ওই তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে ইজতেমায় অংশ নেওয়া দুই মুসল্লি আক্কাছ আলী সিকদার ও নূরুল হক  মারা যান।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়কারী মুরুব্বি মুফতি জহির ইবনে মুসলিম জানান, শনিবার (১৪ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্ব ইজতেমার অংশ নেওয়া মোট ৫ মুসল্লি মারা গেছেন। তবে বাইরে ইন্তেকাল করা ব্যক্তিদেরও জানাজার জন্য ইজতেমা ময়দানে নিয়ে আসা হয়। এ পর্যন্ত ইজতেমার ময়দানে মোট ৮ ব্যক্তির জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ৫ জন মারা গেছেন ইজতেমায় অংশ নিতে এসে এবং বাইরে থেকে  ৩ জনের মরদেহ এখানে এনে জানাজা পড়ানো হয়।

শুক্রবার (১৩ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার (১৫ জানুয়ারি) আখেরি  মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর আগামী শুক্রবার (২০ জানুয়ারি) বাদ ফজর ফের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব এবং একইভাবে রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের (২০২৩) বিশ্ব ইজতেমা।

বাংলাদেশ সময়: ১৬১২, জানুয়ারি ১৪, ২০২৩
আরএস/ এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।