ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

শারজাহ চ্যারিটির আয়োজনে ঢাকা-সিলেটে কুরআন প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
শারজাহ চ্যারিটির আয়োজনে ঢাকা-সিলেটে কুরআন প্রতিযোগিতা

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা ও সিলেটে ইক্বরা হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।

গত ৪ এপ্রিল ঢাকার দক্ষিণখানের মাদ্রাসাতুর রহমান আল আরাবিয়ায় তিনটি গ্রুপে ৬০ জন দৃষ্টি প্রতিবন্ধী হাফিজের অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট ৯ জন বিজয়ীকে ২ লাখ ৮৮ হাজার ৪০০ টাকার নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

এছাড়া ৫ থেকে ৭ এপ্রিল সিলেটের বাগবাড়ী দারুল ইমারাততে মোট চারটি গ্রুপে ২০০ জন হাফিজের অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় মোট ১২ জন বিজয়ীকে ৩ লাখ ২৭ হাজার টাকা নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উভয় অনুষ্ঠানে শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মাদ হামদান আলজারী ও সম্মানিত অতিথি সাঈদ মোবারক আলমাসগুনী স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।