ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ইসলাম

হজের খরচ কমানোর চেষ্টা করবে সৌদি আরব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
হজের খরচ কমানোর চেষ্টা করবে সৌদি আরব ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

ঢাকা: হজের খরচ কমানোর বিষয়টি রাজকীয় সৌদি সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

বুধবার (২৩ আগস্ট) সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে রাজকীয় সৌদি আরব সরকারের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে দ্বি-পাক্ষিক সভা শেষে তিনি এ কথা জানান।

হজের খরচ কমানোর বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা- এ প্রশ্নের জবাবে ফরিদুল হক খান বলেন, তারা বলেছেন এই খাতে যদি খরচ কমানো সম্ভব হয়, কমাবে।   

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩

এমআইএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।