মানুষ যে কথাই বলুক না কেন; তার সব কথা রেকর্ড হয়। পবিত্র কোরআনুল কারিমের সূরা কাফ এর ১৮ নম্বর আয়াতে বলা হয়েছে- مَّا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ
অর্থ: ‘মানুষ যে কথাই উচ্চারণ করে (তা লিপিবদ্ধ করার জন্য) তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে’।
তাই সদা উত্তম কথা বলা এবং কারো সঙ্গে কথাবার্তা উত্তম বিষয়ে হওয়া উচিত। রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘যে লোক আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে’। ’ (বুখারি, হাদিস: ৬০১৮)।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
জেএইচ